নুরুন্নাহার চৌধুরী কলি : টানা এক সপ্তাহ দরপতনের পর গতকাল ঊর্ধ্বমুখী ছিল দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। ঈদের ছুটির সমন্বয়ের জন্য গতকাল শনিবারও খোলা ছিল পুঁজিবাজার। সূচকের উত্থানের মধ্যও দেশের দুই পুঁজিবাজারেই লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। এদিকে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিনের লেনদেন শেষে আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেনে ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ৩৩ কোটি ৯৮ লাখ টাকা বা ১১ দশমিক ৪৪ শতাংশ কমেছে। সেইসঙ্গে সিএসইতেও লেনদেন কমেছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৩৯৬টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭৭টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৭৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৪০টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ‘এ’ ক্যাটাগরির ২১৬টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এরমধ্যে মাত্র ১৪৩ কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ৫৫টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৮ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। একইভাবে ‘বি’ ক্যাটাগরির ৮৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৩টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে ছয়টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল চারটি ফান্ড ও কোম্পানির দর। আর জেড’ ক্যাটাগরির ৯৭টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ১৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৮টি ফান্ড ও কোম্পানির দর।
মিউচুয়াল ফান্ড খাতেও গতকাল ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে মাত্র ২৩টি ফান্ডের ইউনিট দর বেড়েছে, বিপরীতে পাঁচটি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৮টি ফান্ডের ইউনিট দর।
ডিএসইতে গতকাল মোট ১৩ কোটি ২ লাখ ১১ হাজার ২৪১টি শেয়ার ও ইউনিট ৯৪ হাজার ৪৯৮ বার হাতবদল হয়েছে। এরই জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন ৩৩ কোটি ৯৮ লাখ টাকা বা ১১ দশমিক ৪৪ শতাংশ কমেছে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট ১৫৮টি কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৭টি কোম্পানি ও ফান্ডের শেয়ার দর বেড়েছে। এর বিপরীতে ৫৬টি কোম্পানি ও ফান্ডের শেয়ার দর কমেছে। দিনশেষে ২৫টি কোম্পানি ও ফান্ডের দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল মোট ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ১০ কোটি ২৯ লাখ টাকা। লেনদেন প্রায় এক কোটি এক লাখ টাকা বা ১০ দশমিক ৬৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, গতকালের পুঁজিবাজারে বেশির ভাগ শেয়ারের দর বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। এই ইতিবাচক ধারা আগামীতেও অব্যাহত থাকবে- বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। বাজারের চলমান ধারা অব্যাহত রাখতে বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।