Print Date & Time : 8 July 2025 Tuesday 6:55 am

সিন্ডিকেটের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : অনিয়মের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে টেন্ডার দিতে একটি চক্র গড়ে উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন শেয়ার বিজে প্রকাশ হয় সোমবার। সেই প্রতিবেদন সংযুক্ত করে গতকাল মঙ্গলবার দুদকে অভিযোগ দিয়েছেন একজন আইনজীবী। অভিযোগ জমার বিষয়টি দুদকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

দুদকে জমা দেয়া ওই অভিযোগে বলা হয়, একটি নির্দিষ্ট কোম্পানিকে কাজ দিতে টেন্ডারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিরা টেন্ডার কার্যক্রমে এমন কিছু শর্ত জড়িয়ে দেয়, যাতে তাদের কাঙ্খিত কোম্পানি ছাড়া আর কেউ বিড করতে না পারে। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা মূলত একটি শক্তিশালী কমিশন বাণিজ্যের সিন্ডিকেট। যা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সর্বশেষ দুটি লটের মালামাল ক্রয়ে প্রমাণ হয়। এ সিন্ডিকেট বর্তমানেও সক্রিয় রয়েছে, তাদের পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দিতে সব রকম আয়োজন তারা করে থাকে।

এ সিন্ডিকেট সাধারণ ব্যাবসায়ীদের নিয়ম বহির্ভূতভাবে তাদের নিজ পছন্দের প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ করার জন্য চাপও সৃষ্টি করে থাকে।

অভিযোগে আরও বলা হয়, মূলত, এটি বিগত সরকারের আমলে গড়ে উঠে একটি শক্তিশালী সিন্ডিকেট। যা এখনো দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সক্রিয়ভাবে টেন্ডার কার্যক্রমকে নিয়ম বহির্ভূত পন্থায় নিয়ন্ত্রণ করে যাচ্ছে।

দুদক চেয়ারম্যান বরাবর জমা দেয়া ওই অভিযোগে ওই সিন্ডিকেটের বিষয়ে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগের অনুলিপি জমা দেয়া হয়েছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতেও।

একে