Print Date & Time : 5 July 2025 Saturday 5:30 am

বাণিজ্য উত্তেজনার প্রভাবে কমবে বৈশ্বিক প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক

শেয়ার বিজ ডেস্ক : চলতি ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস শূন্য দশমিক ৪ শতাংশ পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৩ শতাংশ হবে।

মঙ্গলবার (১০ জুন) বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, উচ্চহারে শুল্ক আরোপ ও অনিশ্চয়তা বাড়ায় প্রায় সব অর্থনীতির জন্যই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে বিশ্বের প্রায় ৭০ শতাংশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে। যার মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং উদীয়মান অর্থনীতিরি ছয়টি অঞ্চল।

বিশ্বব্যাংক সরাসরি মন্দার পূর্বাভাস না দিলেও জানিয়েছে, চলতি ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এমন এক দুর্বল অবস্থায় নামবে, যা ২০০৮ সালের পর মন্দা ব্যতিরেকে সবচেয়ে দুর্বল। আগামী ২০২৭ সাল নাগাদ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যা ১৯৬০-এর দশকের থেকে কোনো একক দশকে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক শুল্ক বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছেন বলে মনে করে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্কহার ৩ শতাংশ থেকে বেড়ে দুই অঙ্কে উঠেছে, যা গত প্রায় এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ। চীনসহ অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের এই শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব দিয়েছে।

বিশ্বব্যাংক ট্রাম্পের অনিয়মিত বাণিজ্যনীতির কারণে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এবং এখনো অনুমোদন না পাওয়া করছাড় নীতির মাধ্যমে পুষিয়ে নেয়া যাবে।

এদিকে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৩ শতাংশে অপরিবর্তিত রেখেছে বিশ্বব্যাংক। গত এপ্রিল একই পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি তার সমায়িক হিসেবে চলতি অর্থবছরের জন্য ৩ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।