Print Date & Time : 5 July 2025 Saturday 8:00 pm

২০২৪ সালে বিদেশে রেকর্ড বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, ৩১ ভাগই ‘অস্বাভাবিক’

শেয়ার বিজ ডেস্ক : ২০২৪ সালে ৪ হাজার ৮শ’ ১৩ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে প্রবাসে। যা এ যাবত কালের সর্বোচ্চ। একে অস্বাভাবিক বলছে গবেষণা সংস্থা রামরু। সংস্থাটি জানায়, মারা যাওয়াদের গড় বয়স ৩৮ বছর। চিকিৎসকরা বলছেন, শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন নন প্রবাসীরা। উদাসীনতা আছে সরকারেরও।

দোহারের রোকেয়া বেগমের আহাজারি সন্তানের জন্য। যিনি আট মাসের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরছেন নিথর দেহে।

পরিবারের আর্থিক কষ্ট ঘোচাতে রফিক গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে হার্ট অ্যাটাকে মৃত্যুর পর পাহাড়সম দুঃখ হয়ে এলো পরিবারের কাছে।

একটু ভালো থাকার আশায় প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমান বিদেশে। কিন্তু বিমানবন্দর দিয়ে এমন বহু বাংলাদেশির মরদেহ আসছে রোজ। শাহজালাল বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে, প্রতিদিন মধ্যপ্রাচ্য থেকে দেশে আসছে ১৫ থেকে ২০ প্রবাসীর মরদেহ।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা রামরুর গবেষণা তথ্য বলছে, এসব মৃত্যুর ৩১ ভাগই ‘অস্বাভাবিক’। আর শুধু সৌদি আরবে বাংলাদেশিদের আত্মহত্যাজনিত মৃত্যুর হার ২৪ শতাংশ।

রামরুর তথ্যে জানা যায়, ২০২৩ সালে বিদেশ থেকে এসেছে ৪ হাজার ৫৫২ প্রবাসীর মরদেহ। আর গেলো বছর সেই সংখ্যা ৪ হাজার ৮শ’ ১৩ যা এ যাবত কালের রেকর্ড। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, প্রবাসীদের মৃত্যুর কারনগুলো স্পষ্ট নয়।

সৌদি আরবের মক্কায় হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন ডা. এনাম খান। প্রবাসীদের রহস্যজনক এতো মৃত্যু নিয়ে তিনি বলছেন, স্বাস্থ্য সচেতনতার ঘাটতি ও বাংলাদেশ সরকারের উদাসীনতার কথা।

প্রবাসে যাদের অস্বাভিক মৃত্যু হচ্ছে তাদের গড় বয়স ৩৮ বছর, এমনকি মৃতদেহে আঘাতের চিহ্ন থাকলেও সনদে ‘স্বাভাবিক মৃত্যু’ লেখা থাকে। সূত্র চ্যানেল ২৪।