ডিএসই: দর হারানোর শীর্ষে ফাইন ফুডস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে দর হারানোর তালিকার শীর্ষে অবস্থান করছে ফাইন ফুডস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর  কমেছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে এক কোটি পাঁচ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট পাঁচ কোটি ২৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে আছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৯ দশমিক ২০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৯৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির দুই  লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া দর হারানোর তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকারসে আট দশমিক ১৬ শতাংশ, আরামিট সিমেন্টে সাত দশমিক ৯৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানিতে সাত দশমিক ৬৪ শতাংশ, জেমিনি সি ফুডে ছয় দশমিক ৭৬ শতাংশ, সুহূদ ইন্ডাস্ট্রিজে ছয় দশমিক ৬৭ শতাংশ,স্টাইল ক্রাফটে ছয় দশমিক ৪৯ শতাংশ এবং ড্যাফোডিলস কাম্পউটার্সে ছয় দশমিক ৪৩ শতাংশ দর কমেছে।