শেয়ার বিজ ডেস্ক: সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট সাইবার নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং উন্নয়ন খাতে প্রতি বছর ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে। তবে কোনো রকম অধিগ্রহণ এ বিনিয়োগের অন্তর্ভুক্ত হবে না। মাইক্রোসফটের নিরাপত্তা বিভাগের প্রধান ভারাত শাহ্ এসব কথা জানান। খবর রয়টার্স।
তিনি বলেন, ‘মানুষ যত বেশি ক্লাউড ব্যবহার করছে, খরচ ততই বেড়ে যাচ্ছে।’
মাইক্রোসফটের তথ্যানুসারে, দুই-তিন বছর আগে প্রতি সপ্তাহে ২০ হাজার বারের মতো সাইবার আক্রমণের চেষ্টা হতো, যা এখন ছয় থেকে সাত লাখ। উইন্ডোজ সফটওয়্যারের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত মাইক্রোসফট সম্প্রতি ক্লাউডের দিকে তাদের লক্ষ্য স্থির করেছে। এ বাজারে তাদের লড়তে হবে বৃহত্তর প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের সঙ্গে।
অক্টোবরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের ফ্ল্যাগশিপ ক্লাউড পণ্য অ্যাজিউর (যা থেকে ব্যবসায়ীরা তাদের ওয়েবসাইট, অ্যাপস বা তথ্য হোস্ট করার জন্য ব্যবহার করতে পারেন) ত্রৈমাসিক বিক্রি প্রায় ১১৬ শতাংশ বেড়েছে।
এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা বিনিয়োগ বাড়াতে মাইক্রোসফট দুই বছরের বেশি সময়ে ইসরায়েলে তিনটি নিরাপত্তা সংস্থা কিনেছে। এগুলো হলো: এন্টারপ্রাইজ নিরাপত্তা স্টার্ট আপ আওরাটো, ক্লাউড নিরাপত্তা সংস্থা অ্যাডালোম আর সিকিউর আইল্যান্ডস; যাদের ফাইল সংরক্ষণ পদ্ধতি ক্লাউড সেবাদাতা অ্যাজিউর ইনফরমেশন প্রটেকশনে ব্যবহৃত হয়। তবে এসব চুক্তির কোনো আর্থিক বিবরণী প্রকাশ করা হয়নি।