ইবনে সিনা ও লিগ্যাসি ফুটওয়্যারের পর্ষদ সভা ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি: আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
গতকাল শেয়ারদর এক দশমিক ৬৮ শতাংশ বা পাঁচ টাকা ৪০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩১৫ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩১৩ টাকা। ওইদিন কোম্পানিটির ছয় কোটি ৬৭ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে দুই লাখ তিন হাজার ৬৮৯টি শেয়ার মোট এক হাজার ৩১ বার হাতবদল হয়।
২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৯ টাকা ছয় পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৪২ টাকা ৭৯ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ২৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
কোম্পানিটির মোট দুই কোটি ৮৪ লাখ তিন হাজার ২৯৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৪ দশমিক ৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৫ দশমিক ১৬ শতাংশ ও বাকি ৪০ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
লিগ্যাসি ফুটওয়্যার: আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
কোম্পানিটি ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাবছরের ১০ শতাংশ বোনাস শতাংশ লভ্যাংশ দিয়েছে। ওই সময় ইপিএস হয়েছে এক টাকা ১১ পয়সা ও এনএভি দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা হয়েছে এক কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাতে ২৩৬ দশমিক ৭৬ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ৫১৮ দশমিক ৬৮।