নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা খন্দকার মোহাম্মদ খালেদ ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
খন্দকার মোহাম্মদ খালেদের কাছে কোম্পানির মোট দুই কোটি ৬৫ লাখ সাত হাজার ৪১৫টি শেয়ার রয়েছে তা থেকে তিনি ৩০ লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে ব্লক মার্কেটে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে।
গতকাল শেয়ারদর দশমিক ৬২ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১৬ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে ছয় লাখ ৪৩ হাজার ৮২০টি শেয়ার ১৭৮ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি চার লাখ ৬৯ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১৬ টাকা থেকে সর্বোচ্চ ১৬ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সাত শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৪ টাকা ১১ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১২১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় অনুপাতে ১৩ দশমিক ৮১ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ১১ দশমিক ৬৪। দুই হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ১২৪ কোটি ৮৯ লাখ টাকা।
কোম্পানিটির ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৮ দশমিক শূন্য তিন শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৪ দশমিক ৫৬ শতাংশ, বিদেশি তিন দশমিক শূন্য সাত শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৪ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে।