ক্রীড়া ডেস্ক: অ্যাথলেটিকো বিলবাও’র বিপক্ষে গত পরশু পেরে ওঠেনি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে বার্নাব্যুর ক্লাবটি পেছনে পড়লেও পরের অর্ধে সমতায় ফেরে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ইউরো চ্যাম্পিয়নদের। তাতে পয়েন্ট খুইয়েছে দলটি। স্বাভাবিকভাবেই হতাশ রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগি। তবে শিষ্যদের ওপর আস্থা হারাচ্ছেন না স্প্যানিশ এই কোচ।
বিলবাও’র মাঠে জিততেই পা রেখেছিল রিয়াল। কিন্তু দুর্ভাগ্যবশত নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি দলটি। এ নিয়ে লোপেতেগি বলেন, ‘রিয়াল মাদ্রিদের জন্য একটা ড্র কখনোই ভালো নয়। আমরা তিন পয়েন্টের জন্য এসেছিলাম। কিন্তু পেলাম না তা।’
গত পরশু ঘরের মাঠে ৩২তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর সমতা ফেরান মদ্রিচের পরিবর্তে মাঠে নামা মিডফিল্ডার ইসকো। শুরুর একাদশে স্পেনের তারকা এ ফরোয়ার্ডকে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন রিয়াল কোচ। বলেন, ‘আমি তার মানের অবনতি হতে দেখি না। ইসকোর ওপর আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আর দলের বাকিদের ওপরও আছে। সেটা বদলায়নি।’
প্রথমার্ধে রিয়াল বেশি তাড়াহুড়ো করায় পেছনে পেড়েছিল বলে মনে করেন লোপেতেগি।