নতুন রূপে ভক্তদের সামনে সোনালি

শোবিজ ডেস্ক: ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। কেমোথেরাপির ফলে মুণ্ডিত মস্তকে নিজের ছবি পোস্ট করেছিলেন তিনি। এবার নতুন এক রূপে ভক্তদের সামনে এলেন অভিনেত্রী। কেশহীনা সোনালি এবার সোনালি রঙের উইগ পরে একটি ভিডিও পোস্ট করেন। এ নতুন রূপে যেন ঠিক আগের সোনালিকেই ফিরে পেয়েছেন ভক্তরা। ভিডিওটি পোস্ট করে সোনালি আল পাচিনোর একটি উক্তি লেখেনÑ ‘আত্মগর্বই আমার প্রিয় পাপ।’
সোনালি আরও লেখেন, ‘কে নিজেকে সুন্দর রূপে দেখতে পছন্দ করেন না? আমাদের কেমন দেখতে লাগছে, তার বড় প্রভাব আমাদের মনের উপরে থাকে। নিজেকে খুশি করার জন্য কিছু করা উচিত। সেটা উইগ পরা, লিপস্টিক পরা বা হিল জুতোর মতো ছোট ছোট বিষয়ও হতে পারে।’ চলচ্চিত্র জগতে নায়িকাদের দেখতে সুন্দর হওয়াকে চিরকালই গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে সোনালি লিখেছেন, ‘আমি উইগ পরার সময়ে ভাবছিলাম, আমি কি সত্যিই নিজেকে সুন্দর রূপে দেখতে চাইছি? কারণ বিনোদন জগতে এটাই দেখতে সুন্দর লাগা খুব জরুরি বিষয়। সেটাই আমার মাথার মধ্যে গেঁথে গিয়েছে হয়তো। কিন্তু তারপরে ভাবলাম, আমি নিজের জন্যই নিজেকে সুন্দর রূপে দেখতে চাই। তাই উইগটি পরছি। আবার ইচ্ছে হলে মাথায় স্কার্ফও বাঁধতে পারি। আবার সম্পূর্ণ কেশহীনা রূপেও রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি।’