নিজস্ব প্রতিবেদক:ব্যবসার কারণে, ফ্যাক্টরি ভিজিটে, বন্ধুদের সঙ্গে ঘুরতে অথবা গ্রামের বাড়িতে বেড়াতে শহরের বাইরে (নারায়ণগঞ্জ, সাভার বা গাজীপুর) যেতে প্রয়োজন হলে এখন উবার গ্রাহকরা ব্যবহার করতে পারেন উবার ইন্টারসিটি।
এখন ইন্টারসিটি রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে যাত্রীরা উবারের সেরা মানের সার্ভিসটি ব্যবহার করতে পারবেন ১০ ঘণ্টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ফ্যাক্টরির কোনো কাজ বা ভাওয়াল ন্যাশনাল পার্কের মতো দর্শনীয় স্থানও অনায়াসে ঘুরে আসা সম্ভব। এই সার্ভিসটি শুধু ঢাকা থেকে ব্যবহার করা যাবে এবং যাওয়া যাবে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ শহরে।
ইন্টারসিটি সার্ভিসে সর্বনিম্ন ভাড়া হবে ৪৯৯ টাকা। প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২ টাকা, প্রতি মিনিটের জন্য ৩ টাকা আর ক্যান্সেলেশন ফি ৫০ টাকা।
উবার ইন্টারসিটি ব্যবহার করতে চাইলে প্রথমে উবার অ্যাপ খুলে গ্রাহকের পছন্দমতো গন্তব্যস্থল (সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, ভাওয়াল ইত্যাদি) সেট করতে হবে। এরপর অ্যাপে ভেসে উঠবে উবার ইন্টারসিটি অপশন। বুকিং কনফার্ম করলেই উবারের গাড়ি চলে আসবে। তখন অ্যাপ গ্রাহককে যাত্রার সম্ভাব্য ভাড়া জানাবে। মূল ভাড়া নির্ধারিত হবে ট্রিপের ভ্রমণ দূরত্ব ও সময় অনুযায়ী। ওয়ানওয়ে ট্রিপের ক্ষেত্রে যদি ট্রিপটি ঢাকার সার্ভিস এরিয়ার বাইরে শেষ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি ভাড়া যোগ হয়ে যাবে। ফিরতি ভাড়া সাভার অথবা গাজীপুরে ভ্রমণকৃত দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে। রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পুরো ট্রিপের দূরত্ব এবং অতিবাহিত সময় অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে।
