চলতি সপ্তাহে ৯ কোম্পানির পর্ষদ সভা

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।
এটলাস বাংলাদেশ: আগামী ৫ নভেম্বর বিকাল ৫টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ওইদিন একই সময় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
মতিন স্পিনিং মিলস: আগামী ৪ নভেম্বর বেলা ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওইদিন একই সময় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কাসেম ইন্ডাস্ট্রিজ: আগামী ৭ নভেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ: আগামী ৭ নভেম্বর বেলা ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সর্বশেষ কার্যদিবসে শেয়ারদর দুই দশমিক ৪৭ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ সাত টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল সাত টাকা ৯০ পয়সা।
এনভয় টেক্সটাইলস: আজ বেলা ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ১৬ শতাংশ বা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৭ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৭ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে কোম্পানিটির চার লাখ দুই হাজার ৯৪২ শেয়ার মোট ৩২৩ বার হাতবদল হয়, যার বাজারদর এক লাখ ৫০ লাখ ২৭ হাজার টাকা।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি: আগামী ৬ নভেম্বর বেলা সাড়ে ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দশমিক ৮৭ শতাংশ বা দুই টাকা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৩৮ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৩৯ টাকা ৪০ পয়সা।
ইস্টার্ন কেব্লস: আগামী ৭ নভেম্বর বিকাল ৫টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ন্যাশনাল টিউবস: আগামী ৮ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত পর্ষদ সভা হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং ওইদিন একই সময় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সর্বশেষ কার্যদিবসে শেয়ারদর এক দশমিক শূন্য আট শতাংশ বা এক টাকা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১০০ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১০০ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে ৭৭ হাজার ৪৪৩টি শেয়ার মোট ৪০৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৭৮ লাখ ৬২ হাজার টাকা। গত এক বছরে শেয়ারদর ১০০ টাকা থেকে ১৪৭ টাকায় ওঠানামা করে।
মেঘনা পেট্রোলিয়াম: আগামী ৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সর্বশেষ কার্যদিবসে শেয়ারদর দশমিক শূন্য পাঁচ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৮৫ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৮৬ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার মোট ১৪৭ বার হাতবদল হয়, যার বাজারদর ৬২ লাখ ১৮ হাজার টাকা। গত এক বছরে তা ১৭৪ টাকা ৯০ পয়সা থেকে ২০২ টাকায় ওঠানামা করে।