সিলেটে মাটিচাপায় ফের ৩ শ্রমিকের মৃত্যু

 

শেয়ার বিজ ডেস্ক: ১৮ দিনের ব্যবধানে সিলেটে পাথর তোলার সময় আবারও মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার গুলেরগাঁও গ্রামের জাকির হোসেন (২০), তুলা মিয়া (২৫) ও একই জেলার দিরাই উপজেলার একজন। গত ২৩ জানুয়ারিও সিলেটে একইভাবে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। খবর বিডিনিউজ।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্ত থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাথর তুলছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ সময় মাটি ধসে পড়লে তিন শ্রমিক চাপা পড়ে মারা যান। পাথরখেকোরা প্রাণহানির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্রমিকদের লাশ রাতের আঁধারেই সরিয়ে ফেলে। পরে তাদের সুনামগঞ্জের বাসিন্দা বলে শনাক্ত করা হয়। ইতোমধ্যে পুলিশ জাকির ও তুলা মিয়ার লাশ উদ্ধার করেছে। অন্যজনেরও সন্ধান পাওয়া গেছে। পুলিশ তার লাশ উদ্ধারের চেষ্টা করছে।

এর আগে গত ২৩ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। তাদের তিনজনের লাশ প্রভাবশালীরা সরিয়ে ফেলে। পরে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়।