দেশেই বিশ্বমানের এলিভেটর বা লিফট তৈরি করছে ওয়ালটন। লিফট তৈরিতে ওয়ালটন অনুসরণ করছে ইউরোপীয় প্রযুক্তি ও মান। নিজস্ব চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে এলিভেটর বিক্রি শুরু করেছে দেশের ইলেকট্রনিকস বাজারের শীর্ষ প্রতিষ্ঠানটি।
সম্প্রতি সৈয়দ মোস্তাফিজুর রহমান নামে এক গ্রাহকের কাছে আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের তৈরি চার প্যাসেঞ্জার ধারণক্ষমতার এলিভেটর হস্তান্তর করা হয়। ৩০০ কেজি বহনক্ষমতার এলিভেটরটি হস্তান্তর করেন ওয়ালটনের ব্র্যান্ড ডেভেলপ বিভাগের প্রধান চিত্রনায়ক আমিন খান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও সাখাওয়াত হোসেন, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর সোহেল রানা, ওয়ালটন এলিভেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিঠুন কুমার নন্দী, চিফ অপারেটিং অফিসার সবুজ আলম এবং ক্রেতা মোস্তাফিজুর রহমানের বড় ছেলে সৈয়দ সাঈদ মুনির।
অনুষ্ঠানে ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর সোহেল রানা জানান, দেশেই উচ্চমানের লিফট তৈরির জন্য ২০১৪ সালে উদ্যোগ নেয় ওয়ালটন। তখন থেকে লিফট তৈরির অবকাঠামো নির্মাণ, গবেষণা ও মানোন্নয়ন বিভাগ, ইউরোপিয়ান প্রযুক্তির অত্যাধুনিক মেশিনারিজ স্থাপনে অন্তত ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে ওয়ালটন। লিফট বা এলিভেটরের ডিজাইন, উৎপাদন ও স্থাপনে নিযুক্ত আছে প্রযুক্তিতে দক্ষ একঝাঁক প্রকৌশলী, ডিজাইনার ও টেকনিশিয়ান।
তিনি আরও জানান, ওয়ালটনের কারখানা ও করপোরেট অফিস ভবনসহ সব ধরনের স্থাপনায় ব্যবহƒত হচ্ছে ওয়ালটন লিফট। নিজেদের চাহিদা মিটিয়ে এবার বাণিজ্যিকভাবে লিফট বিক্রি শুরু করেছে কোম্পানিটি। বিজ্ঞপ্তিপরিকল্পনামন্ত্রীকে রিহ্যাবের অভিনন্দন
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। গতকাল মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল), ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ ও রিহ্যাব পরিচালক শাকিল কামাল চৌধুরী। বিজ্ঞপ্তি