হবিগঞ্জে পাঁচ হাজার নতুন পাঠ্যবই জব্দ

প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২০১৮-২০১৯ সালের পাঁচ হাজারের অধিক পঠ্যবই জব্দ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বইসহ দুজনকে আটক করে। আটকরা হলেন- লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আমিরুল মিয়ার ছেলে রাসেল মিয়া ও একই গ্রামের নূর মিয়ার ছেলে হাশিম মিয়া।
পুলিশ জানায়, আটককৃত উভয়েই ভাঙারি ব্যবসায়ী। বইগুলো তারা কেজি হিসেবে ক্রয় করে দোকানে রেখেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সদর থানা পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে বইসহ দুই বিক্রেতাকে আটক করা হয়। জব্দকৃত বইগুলো অষ্টম, ৫ম ও তৃতীয় শ্রেণির।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক জানান, পাঁচ হাজারেরও অধিক বইসহ দুজনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে মূল তথ্য বেরিয়ে আসবে।