পাঁচ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম), বিএসআরএম স্টিলস লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং, ইস্টার্ন হাউজিং ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসআরএম স্টিলস: আগামী ২১ জানুয়ারি বিকাল ৪টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গতকাল ডিএসইতে শেয়ারদর দুই দশমিক ১৬ শতাংশ বা এক টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৬৬ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৬৫ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে দুই লাখ ৩০ হাজার ৯৫০ট শেয়ার মোট ৪৩৩ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৫১ লাখ ৬৮ হাজার টাকা।
বিএসআরএম: আগামী ২১ জানুয়ারি বিকাল ৫টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গতকাল শেয়ারদর দশমিক ৭১ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৮৬ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৫ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে সাত লাখ ৮৪ হাজার ২৩১টি শেয়ার মোট ৯২১ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় কোটি ৬৯ লাখ ৩৮ হাজার টাকা।
দ্য পেনিনসুলা চিটাগং: আগামী ২১ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গতকাল ডিএসইতে শেয়ারদর দুই দশমিক ৭৭ শতাংশ বা ৮০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৮ টাকা ১০ পয়সা।
ইস্টার্ন হাউজিং: আগামী ২২ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গতকাল ডিএসইতে শেয়ারদর দুই দশমিক ৫০ শতাংশ বা এক টাকা ৪০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫৪ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৪ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে ৯ লাখ ৬০ হাজার ৪২৯টি শেয়ার মোট এক হাজার ৬৮ বার হাতবদল হয়, যার বাজারদর পাঁচ কোটি ৩৪ লাখ ৯ হাজার টাকা।
মিরাকল ইন্ডাস্ট্রিজ: আগামী ২৩ জানুয়ারি বেলা ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গতকাল ডিএসইতে শেয়ারদর এক দশমিক ৫৫ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৯ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। দিনজুড়ে ৯ লাখ ১৯ হাজার ৪৩০টি শেয়ার মোট এক হাজার ২৩০ বার হাতবদল হয়, যার বাজারদর তিন কোটি ৬১ লাখ ১৩ হাজার টাকা।