চট্টগ্রামের ফৌজদারহাটে তেল ডিপোতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট আবদুল্লাহ ঘাটা এলাকায় একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও কুমিরা স্টেশনের মোট ১২টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ওয়াসিক আজাদ শেয়ার বিজকে বলেন, বুধবার দুপুরে আবদুল্লাহ ঘাটা এলাকায় একটি তেলের ডিপোয় আগুন লাগে। ওই ডিপোয় একাধিক ড্রামে জাহাজের পুরোনো তেল ছিল। তবে কী কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি। আমরা ধারণা করছি, সিগারেট অথবা ড্রাম পরিবর্তনের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট হতে পারে। এছাড়া কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও বলা যাচ্ছে না।
দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর ও কুমিরা স্টেশনের মোট ১২টি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে তেলের আগুন হওয়ায় পানির সঙ্গে ফোম (এক ধরনের কেমিক্যাল) ব্যবহার করা হয়, যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়। তবে সময় মতো আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পাশের টাটা মোটরস ও ফার্নিচার দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ত। বর্তমানে একটি তদন্ত কমিটি করা হয়েছে।