ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, যাত্রী ভোগান্তি

 

শেয়ার বিজ ডেস্ক: বাস টার্মিনালে টোল আদায়কে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকে আকস্মিক এ ধর্মঘটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর বিডিনিউজ।

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, সরকারের নিয়মানুযায়ী ইজারাদার হিসেবে ঠাকুরগাঁও শহরের বাস টার্মিনালের টোল আদায় করছি।

কিন্তু বুধবার সন্ধ্যায় জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা টার্মিনাল এলাকায় সেই টোল আদায়ের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ কারণে মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন

জেলার পাঁচ উপজেলায় অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

তবে জেলা ট্রাক ও ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ভুট্টো মিঞা জানান, বাস টার্মিনালের সামনে টোল আদায়ের অফিসটি তাদের।  মোটর মালিক সমিতি অফিসটি সরিয়ে জোরপূর্বক সেখান থেকে টোল আদায় করার চেষ্টা করছিল। এজন্যই বুধবার রাতে তারা টোল আদায়ের অফিসটি ভেঙে নিয়ে গেছেন।

মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অফিসঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে তিনি জানান, তারা অযথা পরিবহন ধর্মঘট ডেকেছে। জেলা প্রশাসক আবদুল আওয়াল জানান, বিষয়টি সমাধানে মোটর মালিক, শ্রমিক, ট্রাক ও ট্যাংকলরিসহ শ্রমিক সংগঠনগুলোর নেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

এদিকে পরিবহন ধর্মঘটে ঠাকুরগাঁওয়ের সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। ধর্মঘটের কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অনেক যাত্রীকে বাসস্ট্যান্ডে এসে ফিরে যেতে দেখা গেছে।