আল-আরাফাহ্ ব্যাংকের পর্ষদ সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:  পরিচালনা পর্ষদ সভার স্থগিত করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ব্যাংকটির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত ব্যাংকটি এ সভা স্থগিত করেছে। পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ হিসাববছরের প্রথম তিন (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি এক টাকা ৭১ পয়সা আয় (ইপিএস) করেছে, আগের বছর একই সময় যা ছিল এক টাকা ৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৮ টাকা ৩৯ পয়সা।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদের পাশাপাশি পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংকটি। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছে দুই টাকা ৩৬ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৮ টাকা ৫০ পয়সা।
ডিএসইতে গতকাল সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সায় আল-আরাফাহ্ শেয়ারের লেনদেন হয়। দিনশেষে সমাপনী দর ছিল ২০ টাকা ৭০ পয়সা, আগের কার্যদিবসেও যা ছিল ২০ টাকা ৭০ পয়সা। দিনভর দর ২০ টাকা ৪০ পয়সা থেকে ২০ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ২১ টাকা ৪০ পয়সা ও সর্বনি¤œ ১২ টাকা ১০ পয়সা।
১৯৯৮ সালে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৯৯৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভ ৭৫৭ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪১ দশমিক ৯৪ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৭ দশমিক ১৮ ও বাকি ৪০ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।