শোবিজ ডেস্ক: সম্প্রতি নিউইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছেন শাহরুখ। জানা গেছে, সেখানে ‘ডেভিড লেটারম্যান শো’তে দেখা যাবে তাকে। ডেভিড লেটারম্যান প্রখ্যাত মার্কিন টিভি সঞ্চালক, কমেডিয়ান, লেখক ও প্রযোজক। তিনি দীর্ঘ ৩৩ বছর ধরে লেট নাইট টেলিভিশন প্রোগ্রাম করছেন। সেই শোতেই শাহরুখের দেখা মিলবে, যা নেটফ্লিক্সে প্রকাশিত হবে। ওই অনুষ্ঠানে নিজের জীবন ও ক্যারিয়ার-সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলবেন শাহরুখ। এ বিষয়ে তিনি বলেন, আমি অনেক বছর ধরে ডেভিড লেটারম্যানের এ লেট নাইট টেলিভিশন প্রোগ্রামটি দেখে আসছি এবং আমি তার এই সাক্ষাৎকার নেওয়ার ধরনের ওপর অনেক ভক্ত। আমি আসলে খুবই সম্মানিত ও শিহরিত যে আমি আমার জীবনের কাহিনি তার সঙ্গে শেয়ার করব এবং সেটি নেটফ্লিক্সে প্রকাশিত হবে। এ পুরো টিমটির সঙ্গে আমি বেশ কিছু প্রজেক্টে কাজ করছি, যা নিয়ে আমি সত্যিই খুব উত্তেজিত। ডেভিড লেটারম্যানের এ শোতে এর আগে কোনো ভারতীয় অতিথিকে দেখা যায়নি। তাই তো ভক্তরা এ শোটি নিয়ে দারুণ উত্তেজিত। এ শো’র প্রথম সিজনে বারাক ওবামা, জর্জ ক্লুনি, মালালা ইউসুফজাই এবং জেরি শেনফেল্ডের মতো আন্তর্জাতিক তারকাকেও দেখা গেছে। এবার সেই তালিকায় নিজের নাম তুলছেন শাহরুখ খান।
