আজকের এই দিনে

চারণ কবি, স্বদেশি যাত্রার প্রবর্তক সংগীতকার বিপ্লবী মুকুন্দ দাসের ৮৫তম মৃত্যুবার্ষিকী আজ। মুকুন্দ দাস ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বানরী গ্রামে ১৮৭৮ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার জীবনের বেশি সময় পৈতৃক নিবাস বরিশালে কাটান। সেখানেই দেশব্রতী অশ্বিনীকুমার দত্তের সংস্পর্শে মুকুন্দ দাস রাজনীতিতে আকৃষ্ট হন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বরিশালে তুমুল ইংরেজবিরোধী বিক্ষোভ দেখা দেয়। মুকুন্দ দাস নিজে এই বিক্ষোভে অংশ নেন ও ইংরেজবিরোধী গান রচনা করেন। সেসব গান বাঙালির জাতীয় জীবনে নতুন উদ্দীপনার সঞ্চার করেন। ১৯০৩ সালে ‘সাধন সংগীত’ নামে মুকুন্দ দাসের একটি গানের বই বরিশাল থেকে প্রকাশিত হয়। তাতে শতাধিক গান স্থান পায়।
মাতৃপূজা নাটক রচনা ও পরিবেশনের অভিযোগে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহের অপরাধে অভিযুক্ত করে আড়াই বছর সশ্রম কারাদণ্ডের দেয়। তার মাতৃপূজা নাটক ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। অসহযোগ আন্দোলনের সময় তিনি ‘কর্মক্ষেত্র’, ‘পথ’, ‘পল্লীসেবা’ প্রভৃতি স্বদেশি যাত্রাপালা রচনা করেন। আসামের এক প্রতিষ্ঠান তাকে ‘চারণ সম্রাট’ উপাধিতে ভূষিত করে। তার রচনা মাতৃপূজা, সমাজ, আদর্শ, পল্লীসেবা, সাথী, কর্মক্ষেত্র, ব্রহ্মচারিণী, পথ ইত্যাদি। ১৯৩৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৮৬০  আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন
# ১৮৭২  বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী বার্ট্রান্ড রাসেল জন্মগ্রহণ করেন
# ১৯৩৩  ভারতের কৃষক, রাজনীতিবিদ ও ১১তম প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া জন্মগ্রহণ করেন
# ১৯৩৬  লেখক ও সাংবাদিক একুশে পদকপ্রাপ্ত এসএম আহমেদ হুমায়ুন জন্মগ্রহণ করেন
# ১৯৭২  বাংলা একাডেমি অর্ডার ১৯৭২ জারি করা হয়।
# ২০০১  বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ এএস ওডারল্যান্ড মৃত্যুবরণ করেন
# ২০০৯  শ্রীলংকার বিদ্রোহী নেতা ও তামিল ইলম লিবারেশন টাইগার্সের প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণ মৃত্যুবরণ করেন