বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ ১১১তম জন্মবার্ষিকী। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯ মে বিহারে জন্মগ্রহণ করেন (বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহর)। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ প্রভৃতি। মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্কসীয় শ্রেণিসংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যা তার রচনায় ফুটে উঠেছে। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন ৪২টি উপন্যাস ও দুই শতাধিক ছোটগল্প। তার রচিত পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি প্রভৃতি উপন্যাস এবং অতসী মামী, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি গল্পসংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তার রচনা বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর, মাত্র ৪৮ বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এ কথাসাহিত্যিকের জীবনাবসান ঘটে।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৭৬২ জার্মান দার্শনিক ইয়োহান গটলিব ফিকটে জন্মগ্রহণ করেন
# ১৬৪৯ পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
# ১৮৮১ তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক জন্মগ্রহণ করেন
# ১৮৯০ ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী ও সাবেক প্রধানমন্ত্রী হো চি মিন জন্মগ্রহণ করেন
# ১৯৩০ দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলারা ভোটাধিকার প্রয়োগ করেন
# ১৯৫৮ ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার মৃত্যুবরণ করেন
# ১৯৭০ অভিধানকার, লেখক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদ মৃত্যুবরণ করেন
# ১৯৯৩ মেডেলিনে কলম্বিয়া জেটলাইনার বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত হন
# ১৯৯৭ বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে তিন শতাধিক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়
# ২০০১ অ্যাপল প্রথম তাদের রিটেইল স্টোর উদ্বোধন করে
# ২০১২ চিত্রশিল্পী সফিউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন