ক্রীড়া ডেস্ক: বেশ আগে থেকেই গুঞ্জন চ্যাম্পিয়ন লিগকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে ফরম্যাটে পরিবর্তন আনবে উয়েফা, কিন্তু তা এখনই হচ্ছে না। যদিও করা হয়, তবে ইউরোপের দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর করে। এমনটাই জানিয়েছেন উয়েফার সভাপতি আলেক্সান্দার চেফেরিন।
উয়েফার বর্তমান আন্তর্জাতিক ক্যালেন্ডার শেষ হবে ২০২৪ সালে। এর পরই ইউরোপের সেরা প্রতিযোগিতাকে নতুনভাবে সাজাতে চায় সংস্থাটি। এজন্য ইউরোপের বড় সব ক্লাব নিয়ে গড়া ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) সঙ্গে কাজ করছে উয়েফা।
৫৫টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের সঙ্গে আলোচনার পর এক বিবৃতিতে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান চেফেরিন, ‘সবার মতামত বিবেচনায় না নিয়ে আমরা কোনো সিদ্ধান্তই নেব না। ইউরোপিয়ান ফুটবলের ক্ষতি করবে, এমন কোনো পরিবর্তন আমরা কখনোই আনব না।’
উয়েফার সঙ্গে এরই মধ্যে বিভিন্ন লিগের একাধিক প্রতিনিধির বৈঠকও হয়েছে। এর পরই জানা গেছে সেখানে তিন স্তরবিশিষ্ট একটি ইউরোপিয়ান প্রতিযোগিতার প্রস্তাবনা দেখানো হয়েছে। তাতে ক্লাবগুলোর তিন স্তরের মধ্যে ওঠানামা করার সুযোগ থাকবে। সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা হবে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের সমতুল্য। দল থাকবে ৩২টি, ২৪টি দল পরের বছর সর্বোচ্চ পর্যায়ে জায়গা ধরে রাখবে।
