লক্ষ্মীপুরে জমজমাট ইফতার বাজার

প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের অধিকাংশ বাজারে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর সামনে ও ফুটপাতে টেবিল সাজিয়ে শুরু হয়েছে ইফতারসামগ্রীর বেচাকেনা। প্রচণ্ড দাবদাহের কারণে ইফতারি বেচাকেনা এতদিন মন্দা হলেও সপ্তাহ শেষে ইফতার বাজার জমে উঠেছে। পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন ধরনের কাটলেট, শাহি জিলাপি, বুন্দিয়া, হালিম, আলুচপ, সবজিচপ, ভেজিটেবল রোল, ছোলা-বুট, কাচ্চি বিরিয়ানিসহ নানা রকমের ইফতারের পসরা সাজিয়ে বিক্রি করছেন বিক্রেতারা।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, বশিকপুর, জকসিন, রায়পুর পৌর শহর, হায়দরগঞ্জ, কমলনগরের হাজিরহাট, করুণানগর, রামগতির আলেকজান্ডার, রামগঞ্জ পৌর শহরসহ প্রায় সব বাজারে বিভিন্ন ধরনের ইফতারের পাশাপাশি দেশীয় ফলের জুস, ফালুদা এবং মিক্সড ফ্রুটের চাহিদা ও সরবরাহ বেড়েছে। সকাল থেকে বেচাকেনা তেমন না হলেও দুপুর গড়ালেই বাজার জমে ওঠে এমনটিই জানিয়েছেন একাধিক বিক্রেতা।
শহরের একাধিক দোকান ঘুরে দেখা যায়, শাহি জিলাপি প্রতি কেজি ১৫০ টাকা, সাধারণ জিলাপি প্রতি কেজি ১২০ টাকা, ছোলা প্রতি কেজি ১৫০ টাকা, পেঁয়াজু, বেগুনি ও আলুচপ প্রতিটি পাঁচ টাকা, হালিম প্রতি কেজি ১২০ টাকা, কাচ্চি বিরিয়ানি প্রতি প্লেট ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খেজুরের খুচরা দাম প্রতি কেজি সর্বনি¤œ ৭০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। শহরের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট থেকে মুখরোচক ইফতারসামগ্রী সংগ্রহ রোজাদারদের ইফতারে রোজকার আয়োজনে স্থান করে নিয়েছে।
শহরের উত্তর তেমুহনীর নূর জাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাইফুল আলম পারভেজ জানান, ক্রেতাদের চাহিদামতো ইফতারসামগ্রী সীমিত দামে বিক্রি করছেন তিনি। এবার রমজানের শুরুতে প্রাকৃতিক দুর্যোগ ফণী আতঙ্ক আর প্রচণ্ড দাবদাহের কারণে বেচাকেনা তেমন না হলেও এ সপ্তাহের শেষে বেচাকেনা বেড়েছে।
তবে এ বছর মানসম্মত খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ন্যায্য দাম নিশ্চিত করতে প্রশাসনের তদারকিতে সন্তোষ প্রকাশ করেন অধিকাংশ ক্রেতা।