স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসবিএমএ) তৃতীয় দ্বি-বার্ষিক নির্বাচনে পিইবি স্টিল এলায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জওহর রিজভী সভাপতি ও মডার্ন স্ট্রাকচার্স লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বি-বার্ষিক নির্বাচনে তারা নির্বাচিত হন।
জওহর রিজভী পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি
