ক্রীড়া ডেস্ক: গত মাসেই ফ্রেঞ্চ কাপের ফাইনালে হারের পর দর্শককে ধাক্কা মেরে পেয়েছিলেন নিষেধাজ্ঞা। সে ঘটনায় এবার যে জাতীয় দলের অধিনায়কত্বটাও চলে যাবে সেটি হয়তো নিজেও ভাবেননি নেইমার। কোপা আমেরিকা শুরুর দু’সপ্তাহ আগে ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে: ঘরের মাঠের এ টুর্নামেন্টে সেলেসাওদের নেতৃত্ব দেবেন দানি আলভেজ।
নেতৃত্ব থেকে নেইমারকে সরিয়ে দেওয়া নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘নেইমারকে নেতৃত্বে না থাকার কথা জানিয়ে দিয়েছেন কোচ তিতে। আলভেজকেও তার নতুন দায়িত্বের কথা জানিয়েছেন তিতে। সদ্যসমাপ্ত মৌসুমে পিএসজি কোচ থমাস টুখেলেও নেইমারকে অধিনায়ক হিসেবে রাখতে নিষেধ করেছেন।
২০১৮ সালের সেপ্টেম্বর থেকেই ব্রাজিলের অধিনায়ক ছিলেন নেইমার। এই কোপাতেও দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। কিন্তু বাদ সেধেছে গত ২৭ এপ্রিল ফ্রেঞ্চ কাপের ফাইনালের সে ঘটনা। রেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় পিএসজির। মেডেল নেওয়ার সময় ক্ষুব্ধ নেইমারের সঙ্গে কথা কাটাকাটি হয় এক দর্শকের। এক পর্যায়ে তার মুখে ধাক্কা মেরে ওপরে উঠে যান নেইমার।
এ ঘটনার পর নেইমারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে লিগ কর্তৃপক্ষ। সে ঘটনার জেরে ব্রাজিলের অধিনায়কত্ব হারাতে হলো নেইমারকে। যদিও এ সপ্তাহের শুরুতে অনুশীলনে যোগ দিতে আসা নেইমারকে নেতৃত্ব হারানোর খবরটা নাকি জানিয়ে রেখেছিলেন কোচ তিতে।
নেইমারের পরিবর্তে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন ৩৬ বছর বয়সী আলভেজ। আগামী ৫ জুন ব্রাসিলিয়াতে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই শুরু হবে আলভেজের অধিনায়ক হিসেবে যাত্রা।
১৪ জুন সাও পাওলোতে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন।
