ছুটি শেষে চনমনে টাইগাররা

ক্রীড়া ডেস্ক: টানা খেলার ধকল কাটাতে পাঁচ দিনের ছুটিতে ইংল্যান্ডের বেশ কয়েকটি স্থানে ঘুরে বেড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানরা। গত পরশু তারা ফিরেন হোটেলে। আজ আবার ব্যাট-বল হাতে নেমে পড়বেন অনুশীলনে। তার আগে সবাইকে দেখা গেছে চনমনে। সবার এখন একটাই লক্ষ্য ভারতকে হারানো।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের বিশ্বকাপে পথচলা শুরু হয়েছিল বাংলাদেশের। পরের ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের কাছে জিততে জিততে হেরে গিয়েছিল টাইগাররা। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল মাশরাফি বাহিনীর। পরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছিল স্টিভ রোডসের শিষ্যরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য লড়াই করে হেরেছিলেন সাকিব। এরপর আফগানদের হারিয়ে আবার স্বরূপে ফিরেছেন তারা। এখন লক্ষ্য সেমিফাইনাল। এ জন্য ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিততে হবে টাইগারদের। সে লক্ষ্য পূরণের আগে ক্রিকেটারদের টানা খেলার ক্লান্তি দূর করতে চার-পাঁচ দিনের ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এমন সুযোগে সাকিব, তামিম, মোস্তাফিজ, লিটন, মোসাদ্দেকসহ আরও বেশ কজন ঘুরতে বেড়িয়ে পড়েন বার্মিংহ্যামে। মাহমুদউল্লাহ রিয়াদ হোটেল ছাড়েননি চোটের কারণে। মুশফিকুর রহিমও ছিলেন বার্মিংহ্যামে।
ভারত ম্যাচের আগে টাইগার সুসংবাদ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কাফ মাসলের চোট থেকে সেরে উঠেছেন তিনি। গত পরশু ছেলেকে নিয়ে তিনি যান জুমার নামাজে। এ বিষয়ে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘রিয়াদের চোট ভালোর দিকে। ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি।