ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে ৬৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: উভয় বাজারে সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বেশিরভাগ শেয়ারের দরপতনে সবকটি সূচকের পতন হয়। লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতায় বেশিরভাগ শেয়ারের দরপতন হয়। স্কয়ার ফার্মা ও গ্রামীণফোনের বড় অঙ্কের লেনদেনের কারণে লেনদেন বেড়েছে প্রায় ৭০ কোটি টাকা। গতকাল ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের উত্থান হলেও ১০ মিনিটের মধ্যে পতন নেমে আসে। লেনদেনের আধঘণ্টার মধ্যে কেনার চাপ বাড়লে সূচকের ফের উত্থান হয়। বেলা ১টা পর্যন্ত মোটামুটি স্থিতিশীল অবস্থানে থাকলেও এরপর বিক্রির চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচকের আট পয়েন্ট পতন হয়। ডিএসই শরিয়াহ্ সূচক কমলেও ডিএসই৩০ সূচক ইতিবাচক ছিল। চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক, শেয়ারদর ও লেনদেনে ইতিবাচক চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আট দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে পাঁচ হাজার ৪২১ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ কমে এক হাজার ২৪৪ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক চার দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে এক হাজার ৯২৯ দশমিক শূন্য ৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৯৯ হাজার ৮১৬ কোটি ৩৭ লাখ ৬১ হাজার টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৪৬৯ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ১৩৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ৪৭ কোটি ৬০ লাখ টাকা। এদিন ১২ কোটি ৯৩ লাখ আট হাজার ১১৫টি শেয়ার এক লাখ ২৫ হাজার ৫৬১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত ছিল ৫৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ সাবমেরিন কেব্ল। কোম্পানিটির ২২ কোটি ৫০ লাখ টাকা লেনদেনের পাশাপাশি দর কমেছে আট টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে এক টাকা ২০ পয়সা। ইউনাইটেড পাওয়ারের প্রায় ১৬ কোটি টাকা লেনদেন হয়, দর কমেছে ছয় টাকা ২০ পয়সা। সিঙ্গার বিডির সাড়ে ১৫ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে এক টাকা ৩০ পয়সা। এর পরের অবস্থানে থাকা ন্যাশনাল পলিমারের ১৫ কোটি ২২ লাখ টাকা, রানার অটোর ১১ কোটি ২৪ লাখ টাকার, বিবিএস কেব্লসের সাত কোটি ৮০ লাখ টাকা, কাট্টলী টেক্সটাইলের পৌনে আট কোটি টাকা, জেনেক্স ইনফোসিস ও মুন্নু সিরামিকের সাড়ে সাত কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে এইচআর টেক্সটাইল। প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। এরপর এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ছয় দশমিক ৬৬ শতাংশ, এক্মি ল্যাবের চার দশমিক ৭৬ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির চার শতাংশ, প্রাইম টেক্সটাইলের তিন দশমিক ৯২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের তিন দশমিক ৮৬ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের তিন দশমিক ৮৪ শতাংশ, আমরা টেকনোলজিসের তিন দশমিক ৫০ শতাংশ এবং সায়হাম টেক্সটাইলের দর তিন দশমিক শূন্য সাত শতাংশ বেড়েছে।
সিএসইতে এদিন ১১২ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ২৪১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৮৬৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৯ কোটি টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে স্কয়ার ফার্মা। কোম্পানিটির ২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।