কানাডিয়ান ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন

কানাডিয়ান ইউনিভার্সিটি এমবিএ ও ইএমবিএ’র সামার-২০১৯ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মোহাম্মদ আবদুল মোমেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত। স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক মাহফুজুল ইসলাম। এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মামুন আল বশির অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিজ্ঞপ্তি