গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী শরীয়াহ্ভিত্তিক “ক্রেডিট কার্ড” চালু করেছে। শনিবার রাজধানীর এক হোটেলে এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম কার্ডের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের এএমডি আবদুল আজিজ, ডিএমডি মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা সিমু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
