প্রতিনিধি, নোয়াখালী:নোয়াখালীর নতুন পুলিশ সুপার আলমগীর হোসেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল রোববার পুলিশ সুপার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের মধ্যে নোয়াখালী প্রেস ক্লাব সভাপতি বখতিয়ার সিকদার, মনিরুজ্জামান চৌধুরী, শাহ এমরান ওসমান সুজন, লিয়াকত আলী খান, আকাশ মো. জসিম, আমিরুল ইসলাম হারুন, আবু নাছের মঞ্জু, এবিএম কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে নোয়াখালীর সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারি জায়গার অবাধ দখলদারিত্ব, মাদক, অবৈধ অস্ত্রসহ নানা পর্যায়ের অপরাধের বিষয় তুলে ধরেন।
এসপি সংঘটিত অন্যায়, অব্যবস্থাপনা ও অনিয়ম দূরীকরণে সমাজের সচেতন মহলসহ সাংবাদিকের সহযোগীতা কামনা করেন।
