শোবিজ ডেস্ক: প্রবাসীদের নিয়ে একটি গান গাইলেন প্যারিস প্রবাসী র্যাপার হোসেইন মুহাম্মদ শান্ত। গানের শিরোনাম ‘প্রবাসী’। প্রবাস মানে বুকে কষ্ট চাপা দিয়ে বেঁচে থাকা। পরিবারকে দেশে রেখে একা একা দিন কাটানো কত কষ্টের তা প্রবাসীরাই বোঝেন। মুখে হাসি আর মনে কষ্টের পাহাড় নিয়ে চলেন তারা। তাদের কষ্ট বোঝার যেন কেউ নেই। এমন বক্তব্য নিয়ে গানটি গাওয়া। এর কথা-সুরও তারই। এতে মডেল হয়েছেন জাহিদ। এর চিত্রায়ণ হয়েছে প্যারিসের মার্ক্স দরমোয়ায়। র্যাপার শান্ত বলেন, ‘প্রত্যেক প্রবাসী বাংলাদেশের নাগরিক ও সম্পদ। তাদের প্রতি সম্মানসূচক ব্যবহার করা আমাদের দায়িত্ব। প্রবাসীরা আছেন বলেই হাজারো পরিবার পরিবর্তনের স্বপ্ন দেখে। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে গানটি তৈরি করেছি।’ শান্তর গানটির সংগীত পরিচালনা আর মিক্স ও মাস্টারিং করেছেন ডালিম খান। ভিডিওটি নির্মাণ করেছেন তিনিই। তার ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। ভিডিওর সর্বশেষে প্রবাসীদের প্রতি শুভকামনা জানানো হয়েছে।