মহাকাশ পথে ভারতীয় চন্দ্রযান-২

শেয়ার বিজ ডেস্ক: প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে ভারতীয় ‘চন্দ্রযান-২’ এখন মহাকাশের পথে। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ২টা ৪৩ মিনিটে এটি সফলভাবে উৎক্ষেপিত হয়। এক সপ্তাহ আগেই ছাড়ার কথা ছিল এ যানটির। তবে সে সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থগিত হয়ে যায় তার উড্ডয়ন। চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার জন্য গতকাল আবার উৎক্ষেপণ করা হয় যানটি। খবর এনডিটিভি।
গত ২ জুলাই দিবাগত রাত ২টা ৫১ মিনিটের দিকে উৎক্ষেপণের কথা থাকলেও রকেট সিস্টেমে ত্রুটি থাকার কারণে ৫৬ মিনিট আগে অভিযানটি স্থগিত করা হয়। গত ১৫ জুলাই ভারতে চন্দ্রযান-২-এর অভিযান ঘিরে সকাল থেকেই সাজসাজ রব ছিল শ্রীহরিকোটায়। সন্ধ্যার পর থেকে রীতিমতো কাউন্টডাউন শুরু হয়েছিল। তবে উৎক্ষেপণের নির্ধারিত সময়ের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে ত্রুটি ধরা পড়ে রকেট সিস্টেমে।
গতকাল ভারতীয় সময় বেলা ২টা ৪৩ মিনিটে এটি উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-২ মহাকাশযান চাঁদে পাঠাতে নিজেদের সবচেয়ে শক্তিশালী রকেট জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (জিএসএলভি এমকে-৩) ব্যবহার করছে ভারত। চন্দ্রযান-২ মহাকাশযানটির ওজন দুই হাজার ৩৭৯ কেজি। এর মূল অংশ তিনটি অরবিটার, বিক্রম নামের একটি ল্যান্ডার ও রোভার প্রজ্ঞান। তিন লাখ ৪৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৫৪ দিন পর এটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।