শেয়ার বিজ ডেস্ক: ব্যাগ, কাপ ও স্ট্রসহ ছয় ধরনের প্লাস্টিক পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিশ্বের সবচেয়ে দূষিত এলাকার তালিকায় থাকা দেশটির শহর ও গ্রামগুলো থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করতে প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার। খবর: রয়টার্স।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জš§জয়ন্তীতে পণ্যগুলো নিষিদ্ধে শুরু হওয়া অভিযানের উদ্বোধন করতে যাচ্ছেন বলে দেশটির দুই কর্মকর্তা জানিয়েছেন।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্লাস্টিক পণ্যগুলোর মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোট বোতল, স্ট্র এবং শ্যাম্পুর ছোট প্যাকেট। পণ্যগুলোর উৎপাদন, ব্যবহার এবং আমদানি এ নিষেধাজ্ঞার আওতায় থাকছে বলে তারা জানিয়েছেন। ভারতের পরিবেশ ও গৃহায়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্লাস্টিক পণ্যের দূষণ, বিশেষত সমুদ্রে এর প্রভাব নিয়ে বিশ্বজুড়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকজাত পণ্যের প্রায় ৫০ শতাংশ সমুদ্রে গিয়ে পৌঁছাচ্ছে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করছে। এমনকি মানুষের খাদ্য ব্যবস্থায় ঢুকে পড়ছে প্লাস্টিক। ২০২১ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক স্ট্র, কাঁটাচামচ, ছুরি ও কটনবাডের মতো পণ্য নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
চীনের শীর্ষস্থানীয় বাণিজ্যিক কেন্দ্র সাংহাই ক্যাটারিং শিল্পে ক্রমেই এ ধরনের প্লাস্টিক পণ্যের পরিমাণ কমিয়ে আনছে। এছাড়া হাইনান প্রদেশ ২০২৫ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্য পুরোপুরি বাতিল করার পরিকল্পনা করছে। তবে ভারতের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় পরিকল্পনার ঘাটতি রয়েছে। দেশটিতে ছয়টি প্লাস্টিক পণ্য নিষিদ্ধ হলে তা দেশটির মোট প্লাস্টিক বর্জ্যরে পরিমাণ পাঁচ থেকে ১০ শতাংশ কমাবে। ভারতে বছরে এক কোটি ৪০ লাখ টন প্লাস্টিক পণ্য ব্যবহার করা হয়।
প্রাথমিকভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ছয় মাস সময় দেওয়া হবে। এরপর থেকে নিষেধাজ্ঞা ভঙ্গ করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। ভারতের কিছু অঞ্চলে ইতোমধ্যে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্লাস্টিক পণ্যের ব্যবহারের ক্ষেত্রে পরিবেশগত মান নিশ্চিত করারও উদ্যোগ নিয়েছে মোদি সরকার। সেক্ষেত্রে শুধু পুনঃর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের সুযোগ রাখা হতে পারে বলে সূত্র জানিয়েছে।