সম্প্রতি এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) জামালপুরের মাদারগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম প্রধান ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসএমই ইউনিটের মো. হারুনুর রশিদ এবং মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান দুই দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক মাদারগঞ্জের সাত ইউনিয়ন ও একটি পৌরসভার এক হাজার ৩০০ বন্যাদুর্গতের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, চিনি ও শুকনো খাবার বিতরণ করে। বিজ্ঞপ্তি
