মির্জাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র

 

সম্প্রতি গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়। ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের ইভিপি ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসভিপি ও গাজীপুর চৌরাস্তা শাখাপ্রধান মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক মুসুল্লী, ইউনিটি ফেব্রিকস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসাইন মৃধা, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মুসুল্লী। বিজ্ঞপ্তি