জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিজস্ব ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কোম্পানি চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী শিব শংকর সাহার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের কোম্পানির প্রধান কার্যালয়ের সব কর্মকর্তাসহ ঢাকা অঞ্চলের শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
