সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাকের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: দীর্ঘদিন ধরে ফ্রান্সের ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার জামাতা জ্যাক শিরাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্কার ও রাজনৈতিক প্রভাবের কারণে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিলেন জ্যাক শিরাক।খবর: সিএনএন, রয়টার্স, বিবিসি।
দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে বেশকিছু সফল সংস্কার করেন তিনি। তবে শেষ বয়সে জ্যাক শিরাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। কয়েক বছর ধরে স্মৃতিশক্তি কমে যাওয়ায় খুব কমই জনসমক্ষে এসেছেন তিনি। জ্যাক শিরাকের জš§ ও বেড়ে ওঠা রাজধানী প্যারিসেই। প্রেসিডেন্ট হিসেবে তিনি সবার সঙ্গে মিশে যেতে পছন্দ করতেন। এমনকি কৃষি মেলাতেও অংশগ্রহণ করতেন তিনি। যদিও তিনি সবচেয়ে ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেন। ক্ষমতায় থাকাকালে তিনি ফ্রান্সকে একক ইউরো মুদ্রা ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছিলেন।
লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ জাঙ্কার বলেন, ইউরোপ শুধু একজন বড় রাজনীতিবিদকেই হারায়নি, একজন ভালো বন্ধুকেও হারিয়েছে। তার মৃত্যুতে ফরাসি প্রেসিডেন্ট দেশটির টেলিভিশনে কথা বলবেন।
জ্যাক শিরাক ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফ্রান্সকে বিশ্বের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিণত করতে চেয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করেন তিনি। এছাড়া তিনি ইরাক যুদ্ধের বিরোধী ছিলেন। তবে সরকারি তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে ২০১১ সালে দোষী সাব্যস্ত হন জ্যাক শিরাক।