জাতীয় লিগে চোখ আশরাফুলের

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ব্যস্ততা আপাতত নেই। এ সুযোগে জাতীয় লিগ মাঠে গড়াচ্ছে আগামী মাসের শুরুতে। যেখানে খেলতে উম্মুখ মোহাম্মদ আশরাফুল। তিন মাস ইংল্যান্ডে কেন্ট প্রিমিয়ার লিগ মাতিয়ে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন সাবেক এ অধিনায়ক।
ঘরোয়া লিগ বন্ধ থাকায় গত তিন মাস আশরাফুল ছিলেন ইংল্যান্ডে। সেখানে ব্ল্যাকহিল ক্রিকেট ক্লাবের জার্সিতে নিজেকে মেলে ধরেছিলেন এ ডানহাতি। সব মিলিয়ে খেলেছেন ১১ ইনিংস। রান করেন ৪৫০। বল হাতে নেন ২০টি উইকেট। এমন পারফরম্যান্সে খুশি তিনি। আসছে জাতীয় লিগেও এ ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর সাবেক এ অধিনায়ক, ‘তিন মাসের বেশি সময় দেশের বাইরে ছিলাম। যেহেতু আমাদের ঘরোয়া লিগ বন্ধ ছিল তাই পুরো সিজনই ইংল্যান্ডে খেলেছি। আবার পরিবারের সঙ্গে সেখানে বিশ্বকাপের ম্যাচও দেখেছি। সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে।’
আশরাফুল আরও বলেন, ‘সামনে জাতীয় লিগ, অনুশীলন করছি। চেষ্টা করছি। গত তিন মাসের মতো তো বাইরেই ছিলাম। সেখানেও সমর্থকরা অনেক সমর্থন-ভালোবাসা দিয়েছেন। এখনও তারা অপেক্ষা করেন। সবাই দোয়া করবেন যেন জাতীয় লিগে ভালো করতে পারি। তখন হয়তো বিবেচনায় আসতে পারি। লক্ষ্য এখন একটাই সামনে ভালো খেলা। এ জন্য সবাই যেভাবে আশা করছে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
আশরাফুলে মূল লক্ষ্য আরেকবার জাতীয় দলে ফেরা। এ জন্য এবারের জাতীয় লিগে ব্যাট হাতে রানের ফোয়ারা ফোটাতে চান এক সময়ের সেরা এ ব্যাটসম্যান, ‘আমি সত্যিই খুব ভাগ্যবান, যে জাতীয় দলের শুরুর দিকে ছিলাম। এ কারণেই এখনও সবার সমর্থন পাচ্ছি। দেশের জার্সিতে যেন আরেকবার ফিরতে পারি। এ সমর্থনটা দেশ ও বিদেশে সব জায়গাতেই পাচ্ছি।’
জাতীয় লিগে নামার আগে গতকাল আশরাফুল অভিযোগ করেন অনুশীলনের জন্য পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না তিনি, ‘সুযোগ-সুবিধা বলতে প্র্যাকটিস করার জায়গাটা তো দরকার। ইনডোর বলেন, রেইনি সিজন থাকে বেশিরভাগ সময়। ওই সময় প্র্যাকটিস করার একটা জায়গা দরকার। জায়গা পাওয়া যায় খুব কম। যারা ন্যাশনাল টিম, এইচপি বা আন্ডার-২৩ টিমের বাইরে থাকে তাদের জন্য একটু কষ্টকর। তাও চেষ্টা করছি’
৫ অক্টোবর মাঠে গড়াবে জাতীয় লিগ। এবার জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই অংশগ্রহণ করতে পারবেন এ লিগে। যে কারণে ক্রিকেটপ্রেমীরা আশা করছেন দৈর্ঘ্য পরিসরের এ টুর্নামেন্ট হবে জমজমাট, প্রতিদ্বন্দ্বিতাময়।