শ্রীদেবীকে নিয়ে বই

শোবিজ ডেস্ক: বলিউড সুপারস্টার প্রয়াত শ্রীদেবী। ‘হাওয়া হাওয়াই’খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর পর থেকে বিভিন্ন সময়ই তাকে স্মরণ করে আসছে বলিউড। এবার আসছে তার জীবনী ঘিরে লেখা একটি বই। গত বুধবার পেঙ্গুইন প্রকাশনা ঘোষণা করেছে, বলিউড সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর জীবনীকে ঘিরে প্রকাশ পেতে যাচ্ছে একটি বই। বহুল প্রতীক্ষিত এ বইটির নাম ‘শ্রীদেবী: দ্য ইটারনাল স্ক্রিন গডেস’। বইটি লিখেছেন বলিউড অভিনেত্রী কাজল। এটি রচনা করেছেন লেখক-চিত্রনাট্যকার সত্যার্থ নায়ক এবং অনুমোদন দিয়েছেন নির্মাতা বনি কাপুর। কিংবদন্তি এ অভিনেত্রীর জীবনী নিয়ে লেখা বইটির বিষয়ে কাজল বলেন, আমি আশা করি বিশ্বজুড়ে শ্রীদেবীর ভক্তরা তাকে নিয়ে লেখা বইটিকে গ্রহণ করবেন। কারণ, বইটিতে তার শিশুজীবন থেকে শুরু করে সুপারস্টার বনে যাওয়ার পাঁচটি দশকই তুলে ধরা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, আমি বিভিন্ন সময়ই বড়পর্দায় শ্রীদেবীর সুপারস্টারডম বনে যাওয়ার জাদু দেখেছি। আজীবনই তাকে আমার আইকন মেনে চলেছি। সত্যিই খুব খুশি যে, পেঙ্গুইন র‌্যান্ডম হাউজ কিংবদন্তি এ অভিনেত্রীকে নিয়ে লেখার একটি সুযোগ আমাকে দিয়েছে। এদিকে কাজলের এ বইটি লেখার ব্যাপারে চিত্রনাট্যকার সত্যার্থ নায়ক বলেন, এমন বইটি লেখার জন্য কাজলই আমাদের সর্বোচ্চ পছন্দ ছিল। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে ডুবে মৃত্যুবরণ করেন শ্রীদেবী।