আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা আলহাজ কাজী আবু কাউসার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা আলহাজ কাজী আবু কাউসার তার হাতে থাকা মোট এক কোটি ৮২ লাখ ৭৮ হাজার ২০৫টি শেয়ার থেকে ১৬ লাখ ৬০ হাজার শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে বোন কাজী সুলতানা দেলওয়ারকে ১০ লাখ এবং কাজী নাসিমা আক্তারকে ছয় লাখ ৬০ হাজার শেয়ার দিয়েছেন।
এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ১৮ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১৮ টাকা ৫০ পয়সা। ওইদিন কোম্পানিটির ৫৬ হাজার ১১৯টি শেয়ার মোট ৪৫ বার হাতবদল হয়, যার বাজারদর ১০ লাখ ৩৫ হাজার টাকা। আর দিনভর শেয়ারদর সর্বনিম্ন ১৮ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ১৮ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।
‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৬৪ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটির মোট ১০৬ কোটি ৪৯ লাখ দুই হাজার ১৮৫টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৪১ দশমিক ৬৯ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ২০ দশমিক ৮৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে তিন দশমিক চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।