বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, বাংলাদেশ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। অনেক বাধা অতিক্রম করে মাথাপিছু আয় বৃদ্ধিসহ সব সূচকে আমরা এগিয়ে যাচ্ছি। দেশে শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। নিরাপত্তাসহ সব সুযোগ-সুবিধা রয়েছে। আধুনিক প্রযুক্তিসহ সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। দেশে ব্যবসা করার ভালো পরিবেশ রয়েছে।
গতকাল রোববার রাজধানীর হোটেল র‌্যাডিসনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সুশাসন চাই। দেশের সার্বিক উন্নতি হলে সুশাসন সম্ভব হবে। যেখানে সংস্কারের প্রয়োজন আছে, সেখানে সংস্কার করা হবে।
রাজধানীর হোটেল র‌্যাডিসনে ‘অ্যাসেসমেন্ট অব বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম’ শীর্ষক ওই কর্মশালায় বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, সরকারি ক্রয় নীতিমালা অনুসরণ করে কেনাকাটা করায় ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের সাশ্রয় হয়েছে ৬০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় পাঁচ হাজার ১০০ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম (সরকারি তহবিলের অর্থে কেনাকাটা) অনুসরণ করায় ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি তহবিলের অর্থ দিয়ে ক্রয় করার সময়ও কম লাগছে। আগে যেখানে গড় সময় লাগত ৯৪ দিন, এখন তা কমে ৫৯ দিনে নেমে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের মধ্যে মাত্র ৩০ শতাংশ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা যায়। বাকি ৭০ শতাংশ প্রকল্প যথাসময়ে সম্পন্ন করা যাচ্ছে না।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়ন টেমবন বলেন, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্টে যথেষ্ট উন্নতি করেছে। বাংলাদেশের এ অগ্রগতিতে বিশ্বব্যাংক খুশি। এছাড়া পাবলিক প্রকিউরমেন্টের মাধ্যমে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতেও এ ব্যাপারে বাংলাদেশে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে।