গণতন্ত্রপন্থিদের আন্দোলনে ফের উত্তপ্ত হংকং

 

শেয়ার বিজ ডেস্ক: চীনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত রোববার ফের উত্তপ্ত হয়ে উঠেছে হংকং। হংকংয়ের পূর্ণ স্বাধীনতার দাবিতে তিন মাস ধরে চলা গণতন্ত্রপন্থিদের আন্দোলনে প্রায় অচল হয়ে পড়েছে চীনশাসিত আধা-স্বায়ত্তশাসনের দেশটি। খবর: বিবিসি।
আগামী ১ অক্টোবর চীনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে গতকাল রোববার বিক্ষোভকারীরা ঘেরাও করেছে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ভবনসহ হংকংয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান। এ সময় কালো মুখোশধারী বিক্ষোভকারীরা পেট্রোলবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। একটি পেট্রোলবোমা সরকারের প্রশাসনিক ভবনের সামনে পড়ে। পুলিশও পাল্টা বিক্ষোভকারীদের দিকে জলকামান, কাঁদুনে গ্যাসসহ রাবার বুলেট ছোড়ে। গ্রেফতার হয় বিপুলসংখ্যক বিক্ষোভকারী। এদিন হতাহতের কোনো খবর পুলিশ এখনও প্রকাশ করেনি।
এদিকে চীনের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রাস্তায় নেমে এসেছে ‘এক দেশ, দুই নীতি’র দেশটির চীনপন্থি নাগরিকরাও। দুইশ’রও বেশি চীনপন্থি নাগরিক লাল টি-শার্ট পড়ে হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে জমায়েত হয় গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ জানাতে। এ সময় তাদের হাতে দেখা যায়, ‘আমি চীনকে ভালোবাসি’ লেখা প্ল্যাকার্ড।
এ বছর চীন তার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। হংকংয়ের গণতন্ত্রপন্থিরা তিন মাস আগে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে পাঁচটি দাবি নিয়ে রাস্তায় নেমেছে। ব্যাপক চাপের মুখে দেশটির চীনপন্থি সরকার প্রত্যর্পণ নীতি তুলে নেয়। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের দাবিসহ বাকি চারটি দাবি পূরণের জন্য রাস্তায় থেকে যায় গণতন্ত্রপন্থিরা।