প্রিমিয়ার লিগে ম্যানইউ’র বাজে শুরু

ক্রীড়া ডেস্ক: অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর থেকেই যেন নিজেদের খুঁজে ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত পরশু প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বাজে শুরু করেছে দলটি। পুরোনো প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা।
এই ইউনাইটেডই ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দল। কিন্তু এখন আর সে অবস্থা নেই দলটি। তা ফের প্রমাণিত হয়েছে গত পরশু প্রিমিয়ার লিগের ম্যাচে। যদিও ওইদিন প্রথমার্ধের শেষ মিনিটে স্কট ম্যাকটমিনের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। বিরতির পর মাত্র ১৩ মিনিট লিড ধরে রাখতে পারে তারা। ৫৮ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াং। গোলটি অফসাইডের অজুহাতে বাতিল করা হলেও ভিডি অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখিয়ে দেন, অনসাইডেই ছিলেন অবামেয়াং। যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল উলে গুনার সুলশারের শিষ্যরা। কিন্তু র‌্যাশফোর্ডের শট লেনো ঝাঁপিয়ে ঠেকালে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে ফেরে আর্সেনাল।
এ ড্রয়ে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দশে রয়েছে ম্যানইউ। এদিকে সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল। তৃতীয় স্থানে লেস্টার সিটি। দলটির পয়েন্ট ১৪। আর্সেনালের সমান ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচ নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৫ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।