ক্রীড়া ডেস্ক: ৩৪ বছর বয়সে অনেকেই চিন্তা করেন বুটজোড়া তুলে রাখতে। কিন্তু সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো অবিশ্বাস্য ফিটনেস ধরে রেখে পারফর্ম করে চলেছেন। তারপরও ফুটবলপ্রেমীদের প্রশ্ন কবে অবসর নেবেন সিআর সেভেন?
ফিটনেস, ফর্ম এ দু’দিক বিবেচনায় নিলেই বোঝা যায়, দ্রুতই অবসরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই রোনালদোর। এমনও হতে পারে রায়ান গিগস ও পাওলো মালদিনির মতো ৪০ পেরিয়েও খেলা চালিয়ে যেতে পারেন তিনি।
রোনালদো অবশ্য সাম্প্রতিক সময়ে ফুটবলের চেয়ে একটু বেশি সময় দিচ্ছেন ব্যবসা-বাণিজ্যে। হোটেলের সঙ্গে খুলেছেন সুগন্ধি প্রতিষ্ঠান ‘প্লে ইট কুল’। তাই প্রশ্নটা উঠছে, জুভেন্টাস তারকা কি এবার অবসরের চিন্তা করছেন? কিন্তু সংবাদমাধ্যম ‘স্পোর্তবাইবেল’কে জবাবটা রোনালদো দিয়েছেন রহস্য রেখেই, ‘আমি ফুটবল ভালোবাসি। ভক্তদের বিনোদন দিতে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে। এখানে বয়স কোনো সমস্যা নয়, সবকিছু মনের ওপর নির্ভর করছে। গত পাঁচ বছর ফুটবলের বাইরে সময়গুলোও উপভোগ করতে শুরু করেছি। তাই আগামী বছর কিংবা দুই বছরের মধ্যে কী ঘটবে কে জানে?’
সব সময় রোনালদো চেয়েছেন মাঠের ফুটবলে সেরাটা। ব্যবসার ক্ষেত্রেও তার মনোভাব একই ‘ফুটবলে এ পর্যায়ে উঠে আসতে বহু বছর পরিশ্রম করতে হয়েছে। ফুটবলের বাইরে আমি এখনও কাক্সিক্ষত জায়গায় পৌঁছাতে পারিনি। আমি প্রতিযোগিতা পছন্দ করি, তাই দুইয়ে কিংবা তিনে থাকাটা অপছন্দ। সব সময় সেরা হতে চাই। আমি চেষ্টা করব, শতভাগ নিশ্চিত থাকুন।’
রোনালদো যে এখন থেকেই ফুটবলের বাইরের জগৎ নিয়ে ভাবতে শুরু করেছেন, তা তার সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রমাণ মেলে। একজন তারকা ফুটবলার কখন এমনটা করেন, তা হয়তো কাউকে না বলে দিলেও বুঝে নেবেন।
