আন্তর্জাতিক নারী দিবসে গুগল ওমেন টেকমেকার ও আইসিটির উদ্যোগ

 

 

নিজস্ব প্রতিবেদক: গুগল ডেভেলপারস গ্রুপ ঢাকা’র ওমেন টেকমেকার ও বাংলাদেশ আইসিটি বিভাগের আয়োজনে উদ্যাপন হলো ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৭’। বুধবার রাজধানীর কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে দিবসটি উদ্যাপিত হয়। অনুষ্ঠানের পার্টনার ও সহযোগী হিসেবে ছিল ইএমকে সেন্টার এবং বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ‘বিক্রয়’ (ইরশৎড়ু)। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে প্যানেল বক্তা হিসেবে ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, ওমেন টেকমেকারস বাংলাদেশের লিড রাখশান্দা রুখাম, সহজ ডটকমের ম্যানেজিং ডিরেক্টর মালিহা মালেক কাদির, প্রেনারল্যাবের সিইও আরিফ নেজামী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, সাজ করপোরেশনের সিইও মরিয়ম ইস্পাহানি, বিক্রয়-এর কাস্টমার কেয়ার ডিরেক্টর নাজ হুসাইন, ঢাকা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের মনিপুরী ডান্স টিচার ওয়ারদা রিহাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রোনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন লাফিফা জামাল।