প্রতিনিধি, যশোর: ১৬ দফা দাবিতে আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরে ফুলিং স্টেশন ও ট্যাংকলরি ধর্মঘটের ডাক দিয়েছেন ট্যাংকলরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা।
জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে সাত শতাংশ দেওয়া, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান? বিষয়টি সুনির্দিষ্ট করা, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়ন করা ও যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অসৌজন্যমূলক আচরণ ও অযৌক্তিক জরিমানার প্রতিবাদসহ ১৬ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গতকাল শুক্রবার যশোর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয়। এতে সভাপতিত্ব করেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি আবদুল গফ্ফার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, যশোর জেলা সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম প্রমুখ।
সভায় নেতারা, অবিলম্বে তাদের ১৬ দফা দাবি মানা হলে আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর খুলনা বিভাগে তিন দিনের এ ধর্মঘট পালন এবং আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।