সড়ক দুর্ঘটনায় সারা দেশে প্রাণ গেল ১২ জনের

ঈদের দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জন

শেয়ার বিজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় গতকাল রাজধানীসহ সারা দেশে ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর রামপুরায় একজন, বগুড়ায় তিনজন, নোয়াখালীতে একজন, সিরাজগঞ্জে দুজন, ফরিদপুরে তিনজন ও ঝিনাইদহে দুজন রয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

রাজধানীর রামপুরা ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩০) নামে এক বাসচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আমিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আমির ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোটমানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। থাকতেন মেরুল বাড্ডার আফতাবনগরে।

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রহবল নামক স্থানে যাত্রীবাহী একটি নৈশকোচ খাদে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি ঠাকুরগাঁও থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় রহবল এলাকায় বাসটি খাদে পড়ে যায়।

সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা গেছেন শাবনূর (২২) ও তার সন্তান মঞ্জিলা (২)। তাদের বাড়ি ঠাকুরগাঁও সদরে। এ ঘটনায় দিনাজপুরের আল-আমিনের শিশুপুত্র মেহেদী (৩) মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত আহত লোকজনকে উদ্ধারের ব্যবস্থা নেয়। আহত ব্যক্তিরা বগুড়ার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি রয়েছেন।

এছাড়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের সাতদিন পর সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন সুজন (২৬) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন চর ফকিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ির অজি উল্যাহর ছেলে। গত ১৮ অক্টোবর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত ও দুজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেনÑরায়গঞ্জ উপজেলার সরাই হাজীপাড়া গ্রামের আবদুল হামিদ খাঁর মেয়ে শিউলি খাতুন (৩০) ও লক্ষ্মীবিষ্ণু প্রসাদ খলিপাড়া গ্রামের আবেদ আলী প্রামাণিকের ছেলে জেল হোসেন (৬৫)। আহতরা হলেনÑশাহেদ আলী ও জুবায়ের। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

এছাড়া ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ফরিদপুরগামী একটি পিকআপভ্যান ধাক্কা দিলে চারজন আহত হন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ঝিনাইদহ শহরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑহাসানুজ্জামান (৪০) ও রাসেল (২৫)। তারা সদর উপজেলার চুকরিয়া গ্রামের বাসিন্দা।

সদর থানার ওসি মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় হাসানুজ্জামান ও রাসেল মোটরসাইকেলে করে মাগুরা থেকে ঝিনাইদহে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা রাশেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।