প্রতিনিধি, বান্দরবান: বান্দরবান-চট্টগ্রাম রুটে সরকারি পরিবহন বিআরটিসি সার্ভিস চালুর প্রতিবাদে পরিবহন ধর্মঘট শুরু করেছেন পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে নিয়ম না মেনে বিআরটিসি বাস ছাড়ার অজুহাতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেন তারা।
জানা গেছে, বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-কক্সবাজার রুটে যাত্রীসেবার মানোন্নয়নে উন্নত পরিবহন সার্ভিস চালুর দাবি দীর্ঘদিনের। কিন্তু পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকদের অনীহার কারণে পর্যটনের সম্ভাবনাময় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার রুটে উন্নত বাস সার্ভিস চালু করা যাচ্ছে না। বান্দরবানবাসীর দাবির মুখে ২৭ অক্টোবর বান্দরবান-চট্টগ্রাম রুটে বিআরটিসি পরিবহন সেবা চালু হয়। যাত্রীরা বিআরটিসি বাসে চলাফেলা করায় সার্ভিসটি বন্ধে ষড়যন্ত্র চালাচ্ছে একটি চক্র। বাস ছাড়ার নিয়ম না মানার খোঁড়া অজুহাতে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। তবে সাময়িক ভোগান্তিতে পড়লেও যাত্রীরা পূরবী-পূর্বাণী বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধের দাবি জানিয়েছে।
এদিকে বিআরটিসি সার্ভিসের বান্দরবান জেলার সমন্বয়কারী চিংথোয়াই মারমা জানান, ত্রুটিজনিত কারণে কিছুটা বিলম্বে বিআরটিসি বাস ছাড়া হয়েছে। এতে যাত্রীদের কোনো অভিযোগ নেই। তবে যাত্রী কমে যাওয়ায় খোঁড়া অজুহাতে পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকরা বাসস্ট্যান্ড এলাকায় তাদের গাড়ি আটকে দেয়। বিষয়টি সমাধানে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে পরিবহন নেতাদের বৈঠক ডাকা হয়েছে। তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় বাসস্ট্যান্ডে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান ট্রাফিক পুলিশের ওসি সালাউদ্দিন মামুন জানান, বান্দরবানে পরিবহন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করা হবে।