কালিহাতীর সড়কের গাছ কাটার অভিযোগ

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে রাতের আঁধারে সড়কের পাশের সরকারি গাছ কেটে বিক্রি করেছে একটি প্রভাবশালী মহল। সম্প্রতি উপজেলার তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত ৬০০ মিটার সড়কের দু’পাশের সরকারি গাছগুলো কেটে দুই লাখ ১০ হাজার টাকায় বিক্রিও করা হয়েছে। কাঠ ব্যবসায়ী মালেক মেম্বার ও ফজলুল হক গাছগুলো কিনেছেন বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার এলজিইডির অধীনে নাগবাড়ী ইউনিয়নের তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত ৬০০ মিটার সড়ক প্রশস্ত করার কাজ চলছে। সম্প্রতি এই সড়কের দু’পাশের গাছগুলো রাতের অন্ধকারে কেটে ফেলে প্রভাবশালীরা। ইতোমধ্যে কাটা গাছগুলো কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রিও করা হয়েছে। বর্তমানে গাছগুলো আবদুল মালেক মেম্বারের স’মিলে সংরক্ষিত আছে।

এলাকাবাসীর অভিযোগ, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইউনিয়ন যুবলীগ সভাপতি আয়নাল হকের নেতৃত্বে এ কাজ হয়েছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বিনা টেন্ডারে গাছ কেটে বিক্রি করলেও কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায়নি। গাছের ক্রেতা আবদুল মালেক মেম্বার গাছগুলো কেনার বিষয়টি স্বীকার করলেও কার কাছ থেকে কিনেছেন তা জানাতে অপারগতা জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোখলেছুর রহমান গাছ কেটে বিক্রির ঘটনা স্বীকার করে জানান, তেজপুর থেকে গান্ধিনা ও গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত সড়ক প্রসস্ত করার কাজ চলছে। এ সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে গাছগুলো অবৈধভাবে কেটে বিক্রি করেছে।

 তারা গাছ কাটা ও বিক্রির কোনো টেন্ডার দেননি। গাছ কাটা ও বিক্রির সঙ্গে জড়িতদের নাম ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।